সুপার ক্লাসিকো না ডার্বি, কি হতে চলেছে কোপা দেল রের ফাইনাল?


স্প্যানিশ কোপা দেল-রে তে উত্তাপ ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। তিনটি দলই ইতোমধ্যে কোপা দেল-রের শেষ চারে জায়গা করে নিয়েছে।

আগামী ম্যাচে শক্ত প্রতিপক্ষ পেতে যাচ্ছে বার্সা। অ্যাতলাটিকো মাদ্রিদ ও বার্সালোনার এই ম্যাচটির জন্য মুখিয়ে আছে ভক্তরা।

অপরদিকে, সেমিতে বেশ সহজ প্রতিপক্ষ পেতে চলেছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের আসন্ন লড়াইয়ে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে নামবে লা লিগার টেবিল টপার রিয়াল মাদ্রিদ।ফলে কোপা দেল রের ফাইনালে আরেকটি সুপার ক্লাসিকো কিংবা মাদ্রিদ ডার্বি দেখার আশা করতেই পারেন ভক্তরা।

কোপা দেল রের সেমিতে দলগুলো দুটি করে লেগ খেলবে। প্রথম লেগ অনুষ্ঠিত হবে দুই সপ্তাহের মধ্যে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার)। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ শেষে এবং ইউরোপীয় প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াই শুরুর ঠিক আগের সপ্তাহে হবে কোপার প্রথম লেগ। এরপর ফিরতি লেগের জন্য অপেক্ষা করতে হবে ১ ও ২ এপ্রিল পর্যন্ত, আন্তর্জাতিক বিরতির পরপরই ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে নামবে বার্সা-রিয়ালসহ ৪ দল।

স্প্যানিশ এই প্রতিযোগিতায় বার্সেলোনা-অ্যাতলেটিকো ম্যাচের প্রথম লেগ অনুষ্ঠিত হবে মন্টজুইকে, আর ফিরতি লেগ হবে মেট্রোপলিতানোতে। রিয়াল-সোসিয়েদাদের অপর সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আনোয়েতায়, আর ফিরতি লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। পরবর্তীতে কোপা দেল রের ফাইনাল ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে সেভিয়ার মাঠ লা কার্তুয়ায়। এ নিয়ে টানা ষষ্ঠবার কোপার ফাইনালের জন্য এই ভেন্যু বেছে নেওয়া হয়েছে।

২০১৪ সালের পর এই প্রথমবার লা লিগার শীর্ষ তিন দল কোপার সেমিফাইনালে উঠেছে। এমনকি ওই বছর সেরা চারে উঠেছিল সেমিতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদও। দুর্লভ এক নজির ঘটেছে এবারের কোপা দেল রেতে। এদিকে, লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে তুমুল লড়াই চলছে যথাক্রমে তিন জায়ান্ট রিয়াল, অ্যাতেলেটিকো ও বার্সার। সমান ২৩ ম্যাচ শেষে দলগুলোর পয়েন্ট যথাক্রমে ৫০, ৪৯ ও ৪৮

Share this news on:

সর্বশেষ

img
এ বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা Feb 13, 2025
img
সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ ভাড়া ঘোষণা Feb 13, 2025
img
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা Feb 13, 2025
img
বিশ্বমঞ্চে সহ-অধিনায়কের ভূমিকায় মিরাজ Feb 13, 2025
img
মার্কিন গোয়েন্দা দপ্তর এখন তুলসী গ্যাবার্ডের অধীনে Feb 13, 2025
img
ড. ইউনূসের কাছ থেকে শিক্ষা নিই: আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী Feb 13, 2025
img
শিকল নয়, মানবিক হতে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করবেন মোদি Feb 13, 2025
img
সুস্বাস্থ্য রক্ষায় খালি পেটে দৌড়ান Feb 13, 2025
img
নিজেদের অবস্থান থেকে এখনও সরেননি ১৮ ‘বিদ্রোহী’ ফুটবলার Feb 13, 2025
নায়িকার টাকা বেশিভাগ মায়েরাই খায় : অভিনেতা নানা শাহ Feb 13, 2025