জাতিসংঘের প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ: আবু হানিফ

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যা জাতিসংঘ মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে এবং দায়ীদের বিচারের সুপারিশ করেছে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে কোনো সুপারিশ নাই, তাই আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গজল সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

এতে আবু হানিফ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে গতকাল জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিল সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র‍্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তের কথা বলা হয়েছে।’ আবু হানিফ বলেন, আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। কিন্তু আয়নাঘরের যেসব ছবি সামনে আসছে, তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসেনি, বাস্তবে এই আয়নাঘর আরও ভয়াবহ। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে। কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে প্রকাশ্যে ডেভিলরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের প্রতি আহ্বান আপনারা ডেভিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

হানিফ বলেন, ‘দেশকে ডেভিলমুক্ত করতে হলে সবার আগে সচিবালয় ও গণমাধ্যম হাউসগুলোতে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে। এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণ-অভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এদের চিহ্নিত করে শিকার করা জরুরি।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি, দখলদারি কমেনি, কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে; সিস্টেম আগেরটাই রয়েছে। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। ছাত্র-জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা দেশকে আমূল সংস্কার করার জন্য জীবন দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গণঅধিকার পরিষদের হোসেনপুর উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবীর। আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সদস্য মোখলেছুর রহমান উজ্জ্বল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্য সচিব সুহেল হায়দার, মিজানুর রহমান, কটিয়াদি উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আলী হোসেন মহসিন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, ছাত্রনেতা রিপন রাজ প্রমুখ।

Share this news on:

সর্বশেষ

img
যুবদল পরিচয়ে দখল-বাণিজ্য করলে আটক করার অনুরোধ Mar 17, 2025
img
ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা Mar 17, 2025
img
ড্রোনের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার ধ্বংস Mar 17, 2025
img
কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ১ Mar 17, 2025
img
স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি পালন করতে হবে Mar 17, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ টাকা Mar 17, 2025
img
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ Mar 17, 2025
img
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত যুবক Mar 17, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৬ নেতাকর্মী গ্রেফতার Mar 17, 2025
img
হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা, কারণ জানে না এজেন্সি ও মন্ত্রণালয় Mar 17, 2025