ব্র্যাক ড্রাইভিং স্কুল পরিদর্শন করলেন বিআরটিএ চেয়ারম্যান

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান মোঃ ইয়াসীন ব্র্যাক ড্রাইভিং স্কুলের প্রধান শাখা পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৭ মার্চ)  তিনি ড্রাইভিং স্কুলে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বিআরটিএ-এর চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন।  তিনি চেয়ারম্যানকে জানান, ২০১২ সাল থেকে ব্র্যাক ড্রাইভিং স্কুল দক্ষ প্রশিক্ষক ও মানসম্মত গাড়ি চালক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্র্যাক ড্রাইভিং স্কুলে যুক্তরাজ্যের ড্রাইভার এন্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সি (DVSA)-এর প্রশিক্ষণ উপকরণ ব্যবহৃত হচ্ছে, যা শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকর এবং আধুনিক করে তোলে।

এ সময়, বিআরটিএ-এর চেয়ারম্যান ব্র্যাক ড্রাইভিং স্কুলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়িচালকদের জন্য আয়োজিত ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ এবং ব্র্যাক ড্রাইভিং স্কুলের "ফোর হুইলস টু ফ্রিডম" প্রজেক্টের আওতায় পেশাদার নারী গাড়ি চালক তৈরির কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষণের গুণগত মান নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, বিআরটিএ এবং ব্র্যাক ড্রাইভিং স্কুলের মধ্যে একটি সহযোগিতা স্মারক চুক্তি অনেক আগে থেকেই স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং নিরাপদ গাড়ি চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করে আসছে। চুক্তির আওতায়, সড়ক দুর্ঘটনা কমাতে এবং দেশে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে ব্র্যাক ও বিআরটিএ একসঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ