মধ্যরাতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ

বাৎসরিক ওরশ চলাকালে বরগুনার আমতলী উপজেলায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৭ মার্চ) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এর আগে রোববার (১৬ মার্চ) রাত ১২টার দিকে আমতলী পৌরসভার বটতলা এলাকার ইসমাইল শাহ নামক ওই মাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রমজান মাসে মাজারে ওরশ আয়োজন করতে মাজার কর্তৃপক্ষকে নিষেধ করেন স্থানীয়রা। এরপরও মাজারটিতে বাৎসরিক ওরশের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ সবাই একত্রিত হয়ে ওই মাজারে আসেন। বিষয়টি নিয়ে মাজার কর্তৃপক্ষের সঙ্গে এলাকার বিভিন্ন মানুষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গতকাল রাতে জনসাধারণ একত্রিত হয়ে মাজারটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, মাজারে হামলা ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানাই। পরে আগুন নিভানোর পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে ছিলাম এবং স্থানীয়দের দাবি রমজান মাসে ওরশ আয়োজনকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের বাকবিতণ্ডার জেরেই এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জুলাই অভ্যুত্থানে জড়িত ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত Mar 18, 2025
img
জবি ছাত্রীকে হেনস্তা, ১০ বাস আটক Mar 18, 2025
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে Mar 18, 2025
img
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার Mar 18, 2025
img
সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে: প্রিন্স Mar 18, 2025
যুক্তরাষ্ট্রকে ক"টা"ক্ষ করে যা বললেন কঙ্গনা Mar 18, 2025
ডা'র্টি পিকচারে অভিনয়ের পর বিদ্যাকে যা বলেছিলেন তার বাবা-মা Mar 18, 2025
প্রাক্তনের সংসারে আ'''গু'ন লাগাতে চান না সুবাহ Mar 18, 2025
ভারতের অনুপস্থিতিতে বড় অঙ্কের আর্থিক ক্ষ"তির মুখে আয়োজকরা Mar 18, 2025
বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বললেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান Mar 18, 2025