পুলিশের হাতে গ্রেফতার হয়েছে যুবলীগ নেতা রেজাউল বারী রাজিব। রাজীব ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য এবং ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী হিসেবে প্রসিদ্ধ ছিলো।
বৃহস্পতিবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের মধ্যে গত বৃহস্পতিবার রাতে সবুজবাগ এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য ও দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী রেজাউল বারী রাজিবকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ আছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।