আমাদের ভাই একজনই, তারেক রহমান : মির্জা ফখরুল

'অমুক ভাই, তমুক ভাই নয়, আমাদের ভাই একজনই তারেক রহমান'। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। এমনকি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্নও তোলেন তিনি। এমনকি উপদেষ্টা আসিফ মাহামুদের তীব্র সমালচনাও করেছেন তিনি। অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে এখন ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

গত মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না তারা। তখন আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন ওই বক্তব্য দিয়েছিলেন, তা নিয়েও কথা বলেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘কেন তখন এ কথা বলেছিলাম, তা এখন প্রমাণিত হচ্ছে।’

নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রসংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন, স্বাগত জানাব। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ–সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন।

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আন্তরিক কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ফখরুল। বলেন, ‘এই সন্দেহ সৃষ্টি হওয়ার কারণ আছে। গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তারা অংশ নিতে পারবে।’ নেতা কর্মীরা এমনটি মেনে নেবে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। এসময় উপস্থিত নেতা কর্মীরা না না না ধ্বনি তুলে এর প্রতিবাদ জানায়।

এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘এটাই প্রমাণিত হয়েছে, তারা এখন তাদের নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন। হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব, তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। এ দেশের মানুষ তা হতে দেবে না।’

Share this news on: