পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

সুইমস্যুটের সঙ্গে শর্টস পরার থেকেও নেটপাড়ার নজরে পড়েছে শাহনাজের প্যান্টের খোলা চেন। আর সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হওয়ায় তাঁকে শুনতে হচ্ছে 'সস্তার উরফি' বলে কটাক্ষ। শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি। ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে শেহনাজ।

সালমান খানের হাত ধরে বলিউডে উঠে আসেন পাঞ্জাবের মেয়ে শেহনাজ গিল। পর্দার পাশাপাশি বলিউডের বড় বড় অনুষ্ঠান সঞ্চালনায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বলা যায়, এখন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি; সংবাদের শিরোনামও হন কখনো।

সামাজিক মাধ্যমে শেহনাজের রয়েছে বহু সংখ্যক অনুসারী। তাদেরকে চমকে দিতে ভিন্ন অবতারে নিজেকে ধরা দিয়েছিলেন শেহনাজ। কিন্তু পোশাকের কারণে ব্যাপক সমালোচনার মুখে তিনি। সস্তার উরফি বলেও কটাক্ষ করা হয়েছে তাকে।

শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি। ছবিতে শেহনাজকে দেখা যায়, সুইমস্যুটের সঙ্গে শর্টস পরেছেন তিনি। কিন্তু নেটিজেনদের নজরে পড়েছে, চেইন খোলা রয়েছে অভিনেত্রীর শর্টসের। এক নেটিজেনের মন্তব্য, ‘এমন অপ্রস্তুত পোশাকে কী বোঝাতে চাইলেন শেহনাজ?’, আরেক নেটিজেনের মন্তব্য, ‘খবরের শিরোনামে কীভাবে থাকতে হয়, সেটা শেহনাজ গিল ভালোই জানেন।’

পাঞ্জাবের ক্যাটরিনা হসেবে খ্যাত শেহনাজ গিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে বলিউডে অভিষেক করেছিলেন। এখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করছেন। তার নতুন গান ‘সাত সমুন্দর’ ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও শেহনাজ গিল সম্প্রতি রাজকুমার রাও-এর ছবির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ নামের আইটেম গানে অভিনয় করেছেন।

Share this news on: