নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী

নওগাঁ জেলার মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জায়েদা বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ- রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা বিবি জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের মৃত মনসুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছেলেকে দেখতে যাচ্ছিলেন মা জায়েদা বিবি। পথিমধ্যে বিজয়পুর মোড় এলাকায় সড়ক পারাপারের সময় একটি ভটভটি গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত যান) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Share this news on: