ইউক্রেন যুদ্ধের অবসান এই সপ্তাহেই!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে। রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছে ডনাল্ড ট্রাম্পই করবেন এই যুদ্ধের অবসান। এমন ঘটনা ঘটতে পারে এই সপ্তাহেই। এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এ বিষয়ে আন্তরিক বলেও জানিয়েছেন তিনি।

লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তিন বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেস সচিব আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহ শেষে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন। গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে বলেও উল্লেখ করেন লেভিট।

খনিজ সম্পদ নিয়ে আলোচনা বিষয়টি আমেরিকান ট্যাক্সপেয়ারদের অর্থ ফেরত আনবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যেও একটি অর্থনৈতিক অংশীদারিত্বও গড়ে তুলবে। কারণ তারা এই যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। এমনটাই মনে করে হোয়াইট হাউজ।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৫.৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে। তবে যুদ্ধ বন্ধের এই উদ্যোগটি ২০০ মিলিয়ন ডলারের তহবিল আনার পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ তৈরি করবে বলে ধারনা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

Share this news on: