চুমু কাণ্ডের পর উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

গায়ক উদিত নারায়ণ সম্প্রতি এক তরুণীর ঠোঁটে চুমু দেওয়ার ঘটনায় বিতর্কের মুখে পড়েন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন আইনি জটিলতায় জড়ালেন তিনি।

উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা তার বিরুদ্ধে খোরপোষ সংক্রান্ত অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

অভিযোগ, তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

যদি এই মামলায় আগেও বিপাকে পড়েছিলেন গায়ক। বিহারের মহিলা কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দু-পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন।

সেই মামলা থেকে জানা যায়, প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে আগে প্রতি মাসে ১৫ হাজার রুপি করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটি রুপির একটি বাড়ি এবং ২৫ লক্ষ রুপির গয়না। এসবই সেসময় জেনেছিল মহিলা কমিশন।

যদিও সেই গয়না নাকি বিক্রি করে দেন রঞ্জনা ঝা।

এদিকে রঞ্জনা ঝা তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।

এদিকে আবার আদালতের বাইরে সংবাদ-মাধ্যমের কাছে রঞ্জনা অভিযোগ করেন, তার গায়ক স্বামী তাকে উপেক্ষা করছেন এমনকি তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লক্ষ নিজের কাছে রেখে দিয়েছেন। এখানেই শেষ নয়, রঞ্জনার অভিযোগ ছিল তিনি মুম্বাই গেলে তার পিছনে দুষ্কৃতিকারী পাঠানো হয়।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে দীপা গহত্রাজকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। তিনিও একজন গায়িকা। দীপা আদপে নেপালের মেয়ে, তিনি মুম্বাই এসেছিলেন গায়িকা হতেই। সেই সূত্র ধরেই তার সঙ্গে আলাপ হয় উদিতের। বিয়ের পরবর্তী সময়ে তাদের এক সন্তানও হয়, যার নাম আদিত্য নারায়ণ। তিনিও বর্তমানে বলিউডের সুপ্রতিষ্ঠিত গায়ক এবং সঞ্চালক।

এখন প্রশ্ন রঞ্জনা ঝাকে তাহলে কবে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ? এবিষয়ে রঞ্জনা দাবি করেছিলেন মুম্বই আসার আগে, প্রতিষ্ঠিত হওয়ার আগে তাঁকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। ১৯৮৪ সালেই নাকি তাঁদের বিয়ে হয়। তবে মুম্বইয়ে এসে তাঁকে ভুলে দ্বিতীয় বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনার দাবি, উদিত তাঁকে ডিভোর্স দেননি, এমনকি দ্বিতীয় বিয়ের কথা জানানও নি।

এমনকি রঞ্জনার অভিযোগ ছিল, তিনি মুখ খুললে তাঁর কাছে আত্মহত্যা করার হুমকিও নাকি দিতেন উদিত। তবে ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা। 

Share this news on:

সর্বশেষ

img
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার আসছে ২৭ ফেব্রুয়ারি Feb 25, 2025
img
রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ ডাকলেন মেসি! Feb 24, 2025
img
চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার: ৮ জন সম্মাননা, ৬ জন সাহিত্য পুরস্কার পাচ্ছেন Feb 24, 2025
img
চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন Feb 24, 2025
img
দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাচন দরকার : ব্যারিস্টার ফুয়াদ Feb 24, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের Feb 24, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না : মির্জা ফখরুল Feb 24, 2025
img
‘সুদের টাকা নিতে পারব না, ওটা হারাম’ : শাহরুখ খান Feb 24, 2025
img
দুই ম্যাচে ৩৪০ ডট বল খেললো বাংলাদেশ, ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন Feb 24, 2025
১৩ বছর প্রেমের পর মেহজাবীনের বিয়ে Feb 24, 2025