‘সুদের টাকা নিতে পারব না, ওটা হারাম’ : শাহরুখ খান

পর্দায় অনায়াসে দর্শকদের মন জয় করেন শাহরুখ খান। তার ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা যায়। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি, যার ফলে তার ভক্তসংখ্যাও বিপুল।

তবে শুধু অভিনয় নয়, পর্দার বাইরেও শাহরুখ এমন অনেক কাজ করেছেন, যা তাকে অনুরাগীদের কাছে আরও প্রিয় করে তুলেছে। সম্প্রতি প্রয়াত পরিচালক রবি চোপড়ার স্ত্রী রেণু চোপড়া প্রকাশ করেছেন এমনই একটি ঘটনা, যা কিং খানের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আরও বাড়িয়ে দেবে।

রেণু জানিয়েছেন, কীভাবে তাদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা 'ইত্তেফাক'-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি।

ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি শাহরুখ, এমনকী পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন কিং খান।

রেণুর কথায়, আমাদের সব ছবিতে শাহরুখ শুধু অতিথি শিল্পী হিসেবেই অভিনয় করেছেন। এবার যখন 'ইত্তেফাক' ছবিটি প্রযোজনা করার কথা হলো, তখন শাহরুখকে বললাম- আমি তোমার সঙ্গে দেখা করতে আসতেছি।

“শোনামাত্রই শাহরুখ আমাকে বললেন, ‘রেণুজি, আপনি বড়। আপনি কেন আসবেন? আমি আসছি আপনার কাছে।’ তবে তখনই সে আসতে পারেনি। কারণ তার তো অনেক ব্যস্ততা। যে কারণে সপ্তাহ তিনেক পর আবারও ফোন করলাম। এবারও শাহরুখ জানালেন, তিনিই আসবেন আমার কাছে। এই যে বড়দের প্রতি যে সম্মান দেখায় শাহরুখ, তা অকল্পনীয়।”

রেণু বলেন, “এরপর শাহরুখ দেখা করতে এলো, আমাকে শুধু জিজ্ঞেস করল এই ছবিতে তার কাজটা কী? ঠিক কী করতে হবে। আমি বলেছিলাম, ‘শাহরুখ আমার কাছে অত টাকা নেই যে এই ছবি প্রযোজনা করতে পারব। কিন্তু আমার ছেলে খুব মন দিয়ে কাজটা করতে পারে। এবার তুমি যদি এই ছবিটা প্রযোজনা করতে পার খুব ভালো হয়।”

শোনামাত্রই রাজি হয়ে যান শাহরুখ খান। চিত্রনাট্য পড়েনি, শোনেননি। শুধু বলেছিল, আপনার ছেলে কাজ করছে, এটুকুই আমার কাছে যথেষ্ট। আমি ঘোড়দৌড়ে নয়, ঘোড়া যে চালায় সেই জকির উপর বিনিয়োগ করতে পছন্দ করি।

“এরপর যখন সিনেমাটি শেষে শাহরুখকে ওর বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গিয়েছিলাম সুদসমেত, নিতে রাজি হয়নি। শাহরুখ বলেছিল, ‘সুদের টাকা নিতে পারব না। ওটা হারাম!’ এরকম সাচ্চা মানুষ শাহরুখ।”

Share this news on:

সর্বশেষ

img
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার আসছে ২৭ ফেব্রুয়ারি Feb 25, 2025
img
রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ ডাকলেন মেসি! Feb 24, 2025
img
চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার: ৮ জন সম্মাননা, ৬ জন সাহিত্য পুরস্কার পাচ্ছেন Feb 24, 2025
img
চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন Feb 24, 2025
img
দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাচন দরকার : ব্যারিস্টার ফুয়াদ Feb 24, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের Feb 24, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না : মির্জা ফখরুল Feb 24, 2025
img
‘সুদের টাকা নিতে পারব না, ওটা হারাম’ : শাহরুখ খান Feb 24, 2025
img
দুই ম্যাচে ৩৪০ ডট বল খেললো বাংলাদেশ, ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন Feb 24, 2025
১৩ বছর প্রেমের পর মেহজাবীনের বিয়ে Feb 24, 2025