চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) এ মৌসুমের প্রথম ম্যাচ শেষে রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ বলে আক্রমণ করলেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচটিতে মেসির ইন্টার মায়ামি শুরুটা করেছিল দুর্দান্তভাবে। শুরুতেই গোল করেন টমাস অ্যাভিলেস, কিন্তু কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর ১০ জনের দল নিয়েই লড়াই চালিয়ে যায় মায়ামি, এবং শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ২-২ ড্র নিশ্চিত করে হেরনসরা।
তবে এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন মেসি। অ্যাভিলেসের বিতর্কিত লাল কার্ড, একের পর এক সিদ্ধান্ত মায়ামির বিপক্ষে যাওয়া- এসব নিয়ে জমে থাকা ক্ষোভ ম্যাচ শেষে বিস্ফোরণ ঘটায়!
ফাইনাল হুইসেল বাজার পরপরই মেসি রেফারি আলেক্সিস দা সিলভার মুখোমুখি হন। সেখানে ঠান্ডা মাথায় কথা বলার বদলে ক্ষুব্ধ মেসিকে দেখা যায় রেফারির দিকে তেড়ে যেতে। তিনি চিৎকার করে বলেন, ‘তুমি কাপুরুষ!’
টিওয়াইসি স্পোর্টস এক লিপ-রিডার ব্যবহার করে নিশ্চিত করেছে যে মেসির মুখ থেকে ঠিক এই কথাটিই বের হয়েছিল। তবে এখানেই শেষ নয়, মেসি মুখ ঢেকে আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।