মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর অফিস স্থানীয় সময় রবিবার জানিয়েছে, শনিবার রাতে রাস্তায় গুলি চালিয়ে পাঁচ নারী ও তিন পুরুষকে হত্যা করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যও রয়েছে। তবে সরকারি হত্যার পরিসংখ্যান অনুসারে, এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে বিবেচিত হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, গুলির ঘটনাটি ঘটেছে কোর্টাজার মিউনিসিপ্যালিটিতে, যেখানে ২০২৩ সালে একদল বন্দুকধারী একটি ওয়াটার পার্কে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল, যাদের মধ্যে একটি শিশুও ছিল। এদিকে বন্দুকধারীদেরও এখনো গ্রেপ্তার করা হয়নি।
তবে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী রবিবার গুনাজুয়াতোতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাকে স্থানীয় গণমাধ্যম সান্তা রোসা ডে লিমা চক্রের খুনিদের নেতা হিসেবে চিহ্নিত করেছে।
এএফপির তথ্য অনুসারে, গুয়ানাজুয়াতোর সহিংসতা সান্তা রোসা ডে লিমা গ্যাং ও লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন চক্রের মধ্যে চলমান সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ত।
২০০৬ সালে মাদক পাচার দমনে সেনা মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদকসম্পর্কিত সহিংসতায় এখন পর্যন্ত চার লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।