আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে আগামী নির্বাচনের মাঠে শক্তভাবে নামার ইঙ্গিত দিচ্ছে জামায়াতে ইসলামী। সবার আগে সারাদেশের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষনার দিক থেকেও এগিয়ে রয়েছে দলটি। ইতোমধ্যে শতাধিক আসনের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। চলুন জেনে নেই আগামী নির্বাচনে দলটির প্রস্তুতি এবং কোন আসনে কেমন প্রার্থী ঘোষনা করলো জামায়াতে ইসলামী।
‘নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সংস্কার ছাড়া হলে সেটি হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচনের গণহত্যা।’ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রাথমিক প্রার্থীদের নাম-তালিকা দলীয় ফোরামে ঘোষণা করেছে। পার্লামেন্টারিয়ান বোর্ড সেই সম্ভাব্য প্রার্থীদের তালিকার অনুমোদনও দিয়েছে। ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীগণ এলাকায় কাজ করছেন। নির্বাচনী যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে দলটির বর্ষীয়ান নেতৃবৃন্দের তুলনায় এবার বেশি আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতারা। যারা দীর্ঘসময় ছাত্রশিবিরের সঙ্গে রাজনীতির পাঠ চুকিয়ে এখন জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটে সক্রিয় ভূমিকা পালন করছেন। দলীয় গ্রিন সিগন্যাল পেয়েই শতাধিক সাবেক ছাত্রনেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
ইতোমধ্যে ঘোষিত ১০০ আসনের প্রার্থীদের মধ্যে সবচাইতে আলোচিত দেলোয়ার হোসাইন সাইদীর দুইছেলে। তাদেরমধ্যে পিরোজপুর ১ আসনের প্রার্থী মাসুদ সাইদী আওয়ামীলীগ আমলেই ওই আসনের ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পিরোজপুর ২ আসনে মাসুদ সাইদীর সহোদর শামীম সাইদীকে প্রার্থী ঘোষনা করা হয়েছে। এছাড়াও পিরোজপুর ৩ আসনের প্রার্থী হচ্ছেন মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলীল। জামায়াতের বর্তমান পরিচিত মুখ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন পটুয়াখালী-২ আসন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে ঠাকুরগাঁও ১ আসনে ভোটযুদ্ধে নামতে চলেছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি।
ঢাকা বিভাগেও তিনটি আসনে দলীয় প্রার্থী নিশ্চিত করেছে জামায়াত। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ সাইফুল আলম খান মিলন ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রস্তুতিও নিয়েছেন। মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক অফিস সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিনের আসন ঢাকা-৮। প্রয়াত আমির মতিউর রহমান নিজামীর জামাতা ও শিবিরের সাবেক সেক্রেটারি ব্যারিস্টার নজরুল ইসলাম পেয়েছেন ঢাকা-১ আসন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন সিলেট-৬ আসন থেকে লড়বেন। সেলিম উদ্দিন জামায়াতের মধ্যে বেশ পরিচিত মুখ। শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম লড়বেন মৌলভীবাজার-১ আসনে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের আসন সিলেট-১।
বর্তমানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেয়া হয়েছে কুমিল্লা-১১ আসন। কুমিল্লা-৫ আসন থেকে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন নামছেন ভোটযুদ্ধে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল আলম হেলাল পেয়েছেন কুমিল্লা-৮। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত পেয়েছেন কুমিল্লা-১ আসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার শাকের উল্লাহ পেয়েছেন কুমিল্লা-৭ আসন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন সিরাজগঞ্জ-৪ আসন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহজাহানকে দেয়া হয়েছে চট্টগ্রাম-১০ আসন। ময়মনসিংহ-মুক্তাগাছা ৫ আসন থেকে লড়বেন জামায়াতের প্রচার সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ।
দলটির নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম পেয়েছেন বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন। এ ছাড়া মানিকগঞ্জে নির্বাচনী প্রচারণায় সরব আছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান। লক্ষ্মীপুর জেলা সদরে লড়বেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম। সুনামগঞ্জ-২ আসন থেকে লড়বেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ শিশির মনির।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ফেনী-৩ আসন থেকে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। গাজীপুর-৪ আসন থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, , শেরপুর সদর-১ আসন থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসন থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
নেত্রকোনা-৪ আসন থেকে লড়বেন ছাত্রশিবিরের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদার, কিশোরগঞ্জ-৪ আসন থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ ছাড়া গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাত্রশিবিরের সাবেক কর্মপরিষদ সদস্য মাজেদুর রহমান। কুড়িগ্রাম-৩ আসন থেকে লড়বেনছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। বর্তমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন চট্টগ্রাম-১ আসন।
সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক শেখ নেয়ামুল করিম বাকসু জিএস ঝালকাঠি-২ আসন, রাবি শিবিরের সাবেক সভাপতি এমাজ উদ্দিন মন্ডল রাজশাহী সদর, সাবেক কেন্দ্রীয় স্কুল সম্পাদক মতিউর রহমান দিনাজপুর-১ আসন, খুলনা-৬ আসন থেকে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা সদর থেকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন।
দলীয় সূত্র বলছে, নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে জামায়াতে ইসলামী সারা দেশে সভা ও সমাবেশ করছে। সেখানে প্রাধান্য পাচ্ছে আগামী নির্বাচন ও সরকার গঠনের বিষয়টি। ফ্যাসিবাদ ও চাঁদাবাজরা যাতে আর ক্ষমতায় না আসতে পারে, সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।