জার্মানিতে ভরাডুবি ক্ষমতাসীন এসপিডি’র

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ভূমিধ্বস জয় পেল রক্ষণশীল গণতান্ত্রিক দল সি/ডি/ইউ। ফ্রিডরিখ মেৎস-এর কাছে ভরাডুবি মেনে নিয়েছেন ক্ষমতাসীন এস/পি/ডি’র চ্যান্সেলর ওলাফ শলৎজ। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফের জোট সরকার গঠনেই ভরসা রাখছেন দেশটির জনগণ।

স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি জার্মানির পার্লামেন্টের আগাম ভোট হয়। ২৪ ফেব্রুয়ারি সকালেই প্রকাশ পায় আনুষ্ঠানিক ফল। এতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে এগিয়ে থাকলেও প্রত্যাশিত ৩০ শতাংশের চেয়েও কম ভোট পেয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন- সি/ডি/ইউ। তারা ঝুলিতে পুরেছে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট।

জয়ের পর উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে মেৎস বলেন, ‘আমি জানি, গুরুদায়িত্ব নিতে হবে। আমি এবং আমরা প্রস্তুত। চলুন আজ রাত উদযাপন করি এবং সকালে হলেই আমরা কাজে যাব।’

নির্বাচনে আরেক জয়ী পক্ষ- কট্টর ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি- এ/এফ/ডি। ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এ/এফ/ডি’র চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেলও সমর্থকদের নিয়ে বিজয়োল্লাস করেছেন। অবশ্য তারাও সংখ্যাগরিষ্ঠতার আশা করেছিল। উগ্র জাতীয়তাবাদী ও অভিবাসনবিরোধী রাজনৈতিক দলটির সদর দপ্তরেও কিছুটা হতাশা দেখা গেছে।

তৃতীয় স্থানে ক্ষমতাসীন দল এস/পি/ডি পেয়েছে কেবল ১৬ দশমিক ৪ শতাংশ ভোট। নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল মেনে নিতে বাধ্য হন চ্যান্সেলর শলৎজ। একই সাথে বর্তমান জোটের অন্য শরীক- গ্রীন দল ভোট পেয়েছে ১২ দশমিক ২ শতাংশ। তবে নির্বাচন প্রচারে সবচেয়ে পিছিয়ে থাকা দল দি লিংকে ৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। এটি জার্মানির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল।

 নির্বাচনের ফল ঘোষণার পররপই সরকার গঠনে আলোচনা শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিজয়ী দল সি/ডি/ইউ ও সি/এস/ইউ এর সাথে এস/পি/ডি ও গ্রীন দলের জোট গড়ার প্রবল সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তবে দ্বিতীয় অবস্থানে থাকা চরম রক্ষণশীল দল এ/এফ/ডির সঙ্গে জোট বাঁধতে নারাজ জার্মানির নতুন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস।

Share this news on:

সর্বশেষ

img
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার আসছে ২৭ ফেব্রুয়ারি Feb 25, 2025
img
রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ ডাকলেন মেসি! Feb 24, 2025
img
চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার: ৮ জন সম্মাননা, ৬ জন সাহিত্য পুরস্কার পাচ্ছেন Feb 24, 2025
img
চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন Feb 24, 2025
img
দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাচন দরকার : ব্যারিস্টার ফুয়াদ Feb 24, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের Feb 24, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না : মির্জা ফখরুল Feb 24, 2025
img
‘সুদের টাকা নিতে পারব না, ওটা হারাম’ : শাহরুখ খান Feb 24, 2025
img
দুই ম্যাচে ৩৪০ ডট বল খেললো বাংলাদেশ, ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন Feb 24, 2025
১৩ বছর প্রেমের পর মেহজাবীনের বিয়ে Feb 24, 2025