দেশের পরিস্থিতি বড় নাজুক: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, "দেশের পরিস্থিতি বড় নাজুক, রাস্তাঘাট ও ঘরে এসে মানুষ কুপিয়ে হত্যা করছে। পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নিবে না।"

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রংপুর দর্শনা মোড়ে বছরের নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রোভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি, গণতন্ত্রে ফিরে আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বাসের মধ্যে মেয়েরা লাঞ্ছিত হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রতিবাদ হলে আমরা বুঝতে পারি দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ।"

তিনি আরও বলেন, "আবু সাঈদ দেশের জন্য অনেক কিছু উজাড় করেছেন, কিন্তু সেই অবস্থা যদি আমরা ফিরে না পাই, তখন দেশের জন্য বড় দুর্ভাগ্য।"

নৌবাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতিকারীদের আক্রমণ এবং দেশের পরিস্থিতি নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, "এটাই সবচেয়ে পরিতাপের বিষয়।"

তিনি জানান, "আমরা এখনো সরকারের পদত্যাগ দাবি করিনি, তবে পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের উন্নতির জন্য ১৭ বছর নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নির্মমতার শিকার হয়েছে। আমরা আশা করি, সরকার যত দ্রুত সম্ভব এই ভূখণ্ডকে মানুষের বসবাসযোগ্য করে তুলবে।"

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ আরও অনেক নেতৃবৃন্দ।

Share this news on: