বিকেলে নিখোঁজ সন্ধ্যায় মিলল শিশুর মরদেহ

কুষ্টিয়ার মিরপুরে একটি তামাকের মাঠ থেকে সন্দেশী বালা দাসী (৪৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালের দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাকের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে মিরপুর থানার পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিন। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিহত সন্দেশী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। তিনি চার সন্তানের মা। তার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবার, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মশান মাঠে খড়ি কুড়াতে যান সন্দেশী। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। রাতভর কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে শনিবার সকালে মশানের মাঠের একটা তামাকের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, পাতা কুড়াতে গিয়ে বিকেল থেকে নিখোঁজ ছিলেন সন্দেশী। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায় সন্দেশী। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পান। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। তারা হয়তো এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


এমআর

Share this news on:

সর্বশেষ

img
সপ্তাহে কত দিন শ্যাম্পু করা ভালো Mar 15, 2025
জামায়াতের ইফতারে আগত অতিথিদের সাথে এনসিপি'র আখতারের কুশল বিনিময় Mar 15, 2025
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন রাজনৈতিক নেতারা Mar 15, 2025
ছাত্রদের যে বার্তা দিলেন ড. আসিফ নজরুল Mar 15, 2025
img
টর্নেডোর আঘাত যুক্তরাষ্ট্রে , নিহত অন্তত ১০ Mar 15, 2025
img
রাহার ছবি না তুলতে অনুরোধ আলিয়ার Mar 15, 2025
img
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ রাজধানীতে গ্রেপ্তার Mar 15, 2025
img
জাতীয় শীর্ষ সন্ত্রাসী ইমনের সেকেন্ড-ইন-কমান্ড এজাজ মারা গেছেন Mar 15, 2025
img
১০০ নতুন সদস্যের যোগদান, ইফতার মাহফিল আয়োজন করল ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ Mar 15, 2025
img
ফুড পয়জনিং নিরাময়ের ঘরোয়া ৬ উপায় Mar 15, 2025