২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল
মোজো ডেস্ক 08:54PM, Feb 24, 2025
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তবে নতুন রাজনৈতিক দলের নাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ লক্ষে ৫ ফেব্রুয়ারি থেকে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শিরোনামে একটি কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হচ্ছে। অনলাইনের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত (প্রশ্নোত্তর) সংগ্রহ করা হচ্ছে। জরিপে রবিবার বিকেল পর্যন্ত তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। আর দলের সদস্যসচিবের পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।