যুক্তরাজ্যের শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা

যুক্তরাজ্য সোমবার ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে সহায়তাকারী ব্যক্তিদের এবং সংস্থার বিরুদ্ধে শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞাগুলি ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে এলো।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা প্যাকেজটি "রাশিয়ার সামরিক বাহিনী, তৃতীয় দেশগুলোর সংস্থাগুলো, যারা যুদ্ধকে সমর্থন করছে, এবং সেই ভঙ্গুর সরবরাহ নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করবে, যার ওপর রাশিয়া যুদ্ধ নির্ভরশীল।"

যুক্তরাজ্যের এই পদক্ষেপ এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় সমর্থকদের রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন।

২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য ইতিমধ্যে পুতিন সরকারের সঙ্গে সংযুক্ত এক হাজার ৯০০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় তৃতীয় দেশগুলোর সামরিক সরঞ্জাম উৎপাদক ও সরবরাহকারীদের লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্য এশীয় দেশগুলো, তুরস্ক, থাইল্যান্ড, ভারত ও চীন। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কওয়াং চোল এবং অন্যান্য জেনারেল ও শীর্ষ কর্মকর্তারা, যাদের ১১ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েনের জন্য ‘সহযোগী’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ‘প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বড় এই পদক্ষেপ ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি জোরদার করছে। প্রতিটি সামরিক সরবরাহ লাইন ব্যাহত করা, প্রতিটি রুবল আটকে দেওয়া এবং পুতিনের আগ্রাসনকে সহায়তাকারীদের উন্মোচিত করা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে একটি পদক্ষেপ।’

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, প্রথমবারের মতো নতুন ক্ষমতা ব্যবহার করে যুদ্ধকে সমর্থনকারী বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে কিরগিজস্তানভিত্তিক ওজেএসসি কেরেমেত ব্যাংকও রয়েছে।

এ ছাড়া ‘নতুন’ করে ১৪ জন ক্লেপটোক্র্যাটকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি রোমান ট্রোটসেঙ্কো।

পাশাপাশি রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’কেও আরো নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ৪০টি জাহাজকে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে, যার ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩টিতে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া শত শত জাহাজ নিয়ে একটি বড় ‘ছায়া নৌবহর’ পরিচালনা করছে, যাতে পশ্চিমাদেশগুলোর তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়ানো যায়।
এই ঘোষণা এমন সময় এলো, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে যাচ্ছেন।

এই বৈঠকের লক্ষ্য হলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘সেতুবন্ধন’ তৈরি করা, যাতে যুদ্ধের সমাপ্তি চুক্তির ক্ষেত্রে কিয়েভের জন্য আঞ্চলিক ও নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা যায়।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক প্রকাশ্য বিরোধের প্রেক্ষাপটে এই কাজ আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছে। ট্রাম্প জেলেনস্কিকে ‘একজন স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন এবং রাশিয়ার সঙ্গে ‘সাফল্যমূলক আলোচনা’র কথা বলেছেন।

ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, যদি যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউক্রেন কোনো অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, তবে তা পুতিনের বিজয়ের দাবি নিশ্চিত করবে এবং সমগ্র ইউরোপকে এক শক্তিশালী মস্কোর মুখোমুখি করে দেবে।

Share this news on:

সর্বশেষ

img
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার আসছে ২৭ ফেব্রুয়ারি Feb 25, 2025
img
রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ ডাকলেন মেসি! Feb 24, 2025
img
চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার: ৮ জন সম্মাননা, ৬ জন সাহিত্য পুরস্কার পাচ্ছেন Feb 24, 2025
img
চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন Feb 24, 2025
img
দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাচন দরকার : ব্যারিস্টার ফুয়াদ Feb 24, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের Feb 24, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না : মির্জা ফখরুল Feb 24, 2025
img
‘সুদের টাকা নিতে পারব না, ওটা হারাম’ : শাহরুখ খান Feb 24, 2025
img
দুই ম্যাচে ৩৪০ ডট বল খেললো বাংলাদেশ, ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন Feb 24, 2025
১৩ বছর প্রেমের পর মেহজাবীনের বিয়ে Feb 24, 2025