আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করেছে বাংলাদেশ। এরমধ্যে ১৮১ বল ডট দিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫৯ বল ডট দিয়েছিলো বাংলাদেশ।
ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয় টাইগাররা।
ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ মিলিয়ে বাংলাদেশের ডট দিয়েছে ৩৪০ বল বা ৫৬ দশমিক ৪ ওভার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডট থেকে যদি অন্তত ১শ রান করতে পারে, তাহলে দলীয় সংগ্রহ ৩৫০-এর কাছাকাছি হতো বাংলাদেশের।
এ ম্যাচে কোন হাফ-সেঞ্চুরির জুটিও গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দু’টি ৪৫ রানের জুটি এবং ৩৫ ও ৩৩ রানের জুটি হয়। ক্রিকেট ম্যাচে বড় সংগ্রহের জন্য জুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ দিক থেকেও ব্যর্থ হয়েছে টাইগাররা।