দুই বগি রেখে খুলনায় চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন

রাজশাহী-খুলনা রুটে চলাচল করা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চলন্ত অবস্থায় মূল ট্রেন থেকে খুলে যায়। সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে বগি দুটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর বগিগুলো গড়াতে গড়াতে বেলপুকুর পর্যন্ত চলে যায়। তবে, ওই বগিগুলোর মধ্যে কোনো যাত্রী ছিল না।

এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ট্রেন চলাচলের ক্ষেত্রে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরবর্তী পদক্ষেপের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা লক্ষ্য করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপরে হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে।

হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।

তিতুমীর এক্সপ্রেসের যাত্রী আরমান আলী বলেন, এক ঘণ্টার বেশি সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেন হরিয়ানা স্টেশনে থেমে আছে। রাজশাহী স্টেশন থেকে সকালে প্রায়ই ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। আস্তে আস্তে আসছিল। হরিয়ানা স্টেশনে আসার পরে একদম থেমে গেছে।

রবিন নামের আরেক যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনকে হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন চলে গেছে। আমাদের তো কাজ আছে জয়পুরহাটে গিয়ে। সেখানে কোচিংয়ে ক্লাস নিতে হবে সকাল ১০টায়। নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারলে শিক্ষার্থীরা বসে থাকবে। এটাতো তাদের জন্য বিরক্তিকর।

এ বিষয়ে হরিয়ানা স্টেশনে মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



Share this news on:

সর্বশেষ

img
বঙ্গোপসাগরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প Feb 25, 2025
img
দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪ Feb 25, 2025
img
ভিসির বাসভবনে তালা না ঝুলিয়েই ফিরলেন শিক্ষার্থীরা Feb 25, 2025
img
নতুন দলের শীর্ষ পদে নাহিদ ইসলাম Feb 25, 2025
img
যথাসময়ে অফিসে না আসায় ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ইসির Feb 25, 2025
img
সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল্লাহ আল নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত Feb 25, 2025
img
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম জামায়াতের শোক প্রকাশ Feb 25, 2025
img
সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত Feb 25, 2025
img
নাহিদ একদিন প্রধানমন্ত্রী হবেন: উপ প্রেস সচিব Feb 25, 2025
img
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার Feb 25, 2025