বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করতে হলে আদর্শবাদী ও চরিত্রবান লোক তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে।
সোমবার (৩ মার্চ) দুপুরে নগরীর তারের পুকুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর অফিস উদ্বোধনকালে এসব বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের সময়ে আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে গুম, খুন নির্যাতন করা হয়েছে। নেতাদের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। তবে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, মাওলানা শেখ ওয়ালিউল্লাহ, ইকবাল হোসেন, মীম মিরাজ হোসাইন প্রমুখ।