খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, চিকিৎসকরা খালেদা জিয়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসার পাশাপাশি, প্রায় সাত বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ফলে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি তার শারীরিক সুস্থতাকেও আরও শক্তিশালী করছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া প‌রিষদ, ইউকে’ আয়ো‌জিত সভা ও ইফতার মাহ‌ফিল শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এ কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।
শিগ‌গিরই চি‌কিৎসকের পরাম‌র্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও জানান ডা. এ জেড এম জা‌হিদ হোসেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

এমআর/এসএন

Share this news on: