রোজা আসলেই মনে পরে যাই অনন্ত জলিলের ভুল করে কেক খেয়ে ফেলার সেই ভিডিও। আর এবার ছোটবেলায় রোজা রেখে চুরি করে পানি খেয়ে ফেলার কথা স্বীকার করলেন এই ব্যবসায়ী ও অভিনেতা।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন অনন্ত জলিল। সেখানে বিভিন্ন প্রশ্নের মাঝে উঠে আসে রোজার প্রসঙ্গ। অভিনেতাকে প্রশ্ন করা হয় ছোটবেলায় রোজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা।
উত্তরে জলিল জানান, রোজায় ছোটবেলায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন তিনি। জলিল বলেন, ‘ছোটবেলায় রোজায় অনেক সময় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতাম। মানে এরকম থাকতাম আর কি যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম। তখন পানি খেতাম আর ভাবতাম এটা তো আল্লাহ দেখবে না। এটা মনে পড়ে আর কি।’
এর আগে একবার রোজা রেখে কেক খেয়ে ফেলেছিলেন অনন্ত জলিল। সেই ভিডিও প্রতি রোজায় নতুন করে ভাইরাল হয়। সেই ভিডিওটি প্রসঙ্গে জলিল বলেন, ‘এটা আসলে ইকবাল ভাই, কিল হিমের পরিচালক। এটা আসলে আফসোস লাগে যে তিনিও দিয়ে দিলেন আমিও মুখে নিয়ে ফেললাম। তবে ভাল হয়েছে যে আমার মনে ছিল যে আমি রোজা ছিলাম।’
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি জগতে আসেন। এরপর একে একে করেছেন বেশ কিছু সিনেমা। এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে আছেন অনন্ত জলিল। এ অভিনেতাকে বেশির ভাগ সময় দেখা গেছে অ্যাকশন অবতারে। তার স্ত্রী বর্ষাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তার সঙ্গে।
আরএ/টিএ