খাগড়াছড়ির দীঘিনালায় ৮ পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম কাঠালতলী (চিটিং টিলা) এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হলেন- বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগম।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া থানার বাসিন্দা মো. খলিলুর রহমানসহ ৮ বন্ধু সাজেক ঘুরতে যাওয়ার জন্য ৩ মার্চ খাগড়াছড়ি থেকে রওয়ানা হন। পথে দীঘিনালার নয় মাইল এলাকায় বেলা সাড়ে দশটায় অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান পর্যটকদের গাড়ি আটকে তাদের পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়।
ওসি জানান, পর্যটকদের সারারাত আটকে রেখে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে এবং চেকে স্বাক্ষর রেখে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে খবর পেয়ে রোববার রাতে অভিযান শুরু করে পুলিশ।
অপহরণের শিকার পর্যটকদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চার জনকেকে উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলীসহ (সিটিং টিলা) বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী খলিলুর রহমান বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
আরএইচ