রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে ডিবিওর সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার (১০ মার্চ) বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ট্রাকটির মালিকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হতে হবে। তা না হলে ট্রাকটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে।
এর আগে, সকাল সাড়ে ছয়টায় বনানীর চেয়ারম্যান বাড়ির রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে বনানী এলাকায় রাস্তা অবরোধ করে দুই তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করার পর তারা পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে চলে যান।
আরএইচ