সৌদি ক্যাম্পে অনুশীলনের ফাঁকে জাতীয় দলের ওমরা পালন

এশিয়ান কাপ বাছাইয়ের আগে সৌদিতে চলছে কঠোর অনুশীলন! আর সেই অনুশীলনের মাঝেই পবিত্র ওমরা পালন করেছেন জাতীয় দলের মুসলিম খেলোয়াড়রা। মূলত দলীয় সংহতি ও আত্মিক প্রশান্তির খোঁজে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখেই সৌদিতে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় কিছুটা সময় পেয়েছিল বাংলাদেশ দল। আর সেই সময়টাকেই বিশেষভাবে কাজে লাগিয়েছে খেলোয়াড়রা।

জাতীয় দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা মক্কায় গিয়েছিলেন ওমরা পালনের জন্য। দলীয় সংহতি বাড়ানো এবং আত্মিক প্রশান্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘অনুশীলনের মাঝে আমাদের আজ বিরতি ছিল। তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিই, সবাই মিলে ওমরা করব।

জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া জানান, এটি তার তৃতীয়বারের মতো দলীয়ভাবে ওমরা পালন। তার মতে, পবিত্র স্থানটি তাদের মানসিকভাবে শক্তিশালী করে তুলবে এবং মনোযোগ আরও বাড়াবে। একই মত দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। তার ভাষায়, গত কয়েক বছর ধরে সৌদি ক্যাম্পের অংশ হিসেবে আমরা ওমরা পালন করে আসছি। এটি আমাদের জন্য ইতিবাচক। সবাই মিলে প্রার্থনা করতে পারা সত্যিই বিশেষ কিছু।

আরএইচ

Share this news on: