অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) ভিয়েনায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হফবার্গ প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।
ভিয়েনার বাংলাদেশ মিশন জানায়, এসময় অস্ট্রিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত তৌফিক হাসান ও প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের মধ্যে বাংলাদেশ ও অস্ট্রিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
মিশনের তথ্য বলছে, গত ১৬ ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ভিয়েনায় পৌঁছান কূটনীতিক তৌফিক হাসান। তিনি মিশনের দায়িত্ব নেওয়ার পর গত ১৮ ফ্রেবুয়ারি প্রথমে ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক গার্ড মুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।