বিমানে আর পাওয়ার ব্যাংক নিতে পারবেন না যাত্রীরা। এমনকি ফ্লাইট চলাকালে কোনো ইলেকট্রিক ডিভাইসও চার্জ দিতে পারবেন না তারা। যাত্রীদের জন্য এমন নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা থাই এয়ারওয়েজ।
আগামী ১৫ মার্চ থেকে এই এয়ারলাইন্সের ফ্লাইট চলাকালীন যাত্রীদের জন্য পাওয়ার ব্যাংক বা সংরক্ষিত ব্যাটারি ব্যবহার ও চার্জ দেয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। থাই এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লিথিয়াম-আয়ন ব্যাটারির অতিরিক্ত তাপ উৎপন্ন করায় বিস্ফোরণের ঝুঁকির কারণে বিশ্বব্যাপী বেশকিছু এয়ারলাইন্স এ ধরনের বিধিনিষেধ আরোপ করছে। তাই ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক চার্জ দেয়া বা ব্যবহার করা যাবে না। যাত্রীদেরকে এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অন্যথায় নিরাপত্তাজনিত কারণে ব্যবস্থা নেয়া হতে পারে।
লিথিয়াম-আয়ন ব্যাটারি সাধারণভাবে প্রচুর শক্তি সংরক্ষণ করে। তাই বিমান ভ্রমণে বিকল্প চার্জার হিসেবে যাত্রীদের পছন্দের শীর্ষে আছে এসব পাওয়ার ব্যাংক। মাঝ আকাশে মোবাইল, ল্যাপটপ কিংবা হেডফোন চার্জ দিতে প্রায়শই এই পাওয়ার ব্যাংক ব্যবহার করতে দেখা যায়।
মাত্রাতিরিক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার উচ্চমাত্রায় তাপ উৎপন্ন করতে সক্ষম। কখনো কখনো এটি বিস্ফোরণের ঝুঁকিও তৈরি করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংকের কারণে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
তাই যাত্রীদের আরামদায়ক ও ঝুঁকিহীন ভ্রমণ নিশ্চিত করতে থাই এয়ারওয়েজ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য যাত্রীরা তাদের লাগেজে পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন বলে জানিয়েছে থাই এয়ারওয়েজ। এয়ারলাইনের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভ্রমণের আগে এই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হতে এবং যথাযথ ব্যবস্থা নিতে।
এসএম/এসএন