নতুন প্রেমে সামান্থা!

মিষ্টি চেহারার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে। অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়। এ প্রজন্মের দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ রয়েছে এই অভিনেত্রীকে ঘিরে।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা এখনও জড়াননি কারো সঙ্গে।

তবে সাম্প্রতিক সময়ে প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থাকে ঘিরেও। যত দিন যাচ্ছে, সেই গুঞ্জন আরো ডালপালা মেলছে। গুঞ্জন রয়েছে, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার। বিষয়টি আরও জোরালো হয় সম্প্রতি এক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেলে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ভারতের প্রখ্যাত পাবলিক ফিগার দেবরাজ সান্যাল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, যেখানে সামান্থা এবং রাজকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা গুঞ্জনের আগুনে ঘি ঢালে। এর আগে একটি পিকলবল টুর্নামেন্টেও তাদের একসঙ্গে দেখা গেছে, যেখানে রাজকে সামান্থার দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত সামান্থা কিংবা রাজ কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

কিন্তু সম্প্রতি একাধিকবার তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে তুলেছে।
নির্মাতা রাজ নিদিমোরু জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’র অন্যতম পরিচালক এবং তার এ সিরিজগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা।

এদিকে অভিনেত্রীকে শিগগির নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ আদিত্য রায় কাপুরের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিরিজটি পরিচালনা করছেন রাজ, ডিকে ও রাহি অনিল বার্ভে। এছাড়াও সামান্থা তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে নির্মিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ নামক একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন। এ সিনেমার মাধ্যমে সামান্থা প্রথম ভারতীয় তারকা হতে চলেছেন, যিনি তার প্রযোজনায় শিল্পীদের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত করবেন। তবে সামান্থা ও রাজের সম্পর্কের বিষয়টি নিয়ে যদিও ধোঁয়াশা রয়ে গেছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নতুন প্রবাসী ফুটবলার ফাহামেদুলকে কৌতূহল Mar 13, 2025
img
নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অপচেষ্টা চলছে : প্রিন্স Mar 13, 2025
img
টানা ৩ দিন ঝড়-বৃষ্টির আভাসের মধ্যেই গরমের দুঃসংবাদ Mar 13, 2025
img
পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের অবসান; সামরিক অভিযানে সব জিম্মি মুক্ত Mar 13, 2025
img
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, অযাচিত বলপ্রয়োগের প্রতিবাদ Mar 13, 2025
img
তৃতীয়বারের মতো মাসসেরা গিল, মেয়েদের কিং Mar 13, 2025
img
জাতি আপনার কাছে ঋণী: রিয়াদকে নিয়ে সাকিব Mar 13, 2025
ইফতার অনুষ্ঠানে একটা বিশেষ দল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মির্জা আব্বাস Mar 13, 2025
রাস্তার কাজে লাগবে ডিএমপির অনুমতি Mar 13, 2025
মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি | টাইমস ফ্ল্যাশ Mar 13, 2025