আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, আত্মরক্ষায় ডানা দিয়ে নামলেন যাত্রীরা

গতকাল বৃহস্পতিবার ( ১৩ মার্চ) সন্ধ্যায় ডেনভার আন্তর্জাতিক উড়োজাহাজবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে উড্ডয়ন করে টেক্সাসের ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক উড়োজাহাজবন্দরে যাচ্ছিল। এ ঘটনায় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের।
স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিটের দিকে উড়োজাহাজটি ডেনভারের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।

তখন ক্রুরা ইঞ্জিনের সমস্যার কথা জানান বলে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। এরপর উড়োজাহাজবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, ওই উড়োজাহাজটিতে ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

উড়োজাহাজবন্দরের মুখপাত্র মাইকেল কোনাপাসেক জানিয়েছেন, উড়োজাহাজবন্দরের বিভিন্ন গেট থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যায়। তবে তিনি জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য ফ্লাইট বিলম্বিত হয়নি। এ ছাড়া গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, যদিও উড়োজাহাজবন্দর পরে নিশ্চিত করেছে যে, ১২ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করবে। উড়োজাহাজবন্দরের ভেতরে থাকা কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বোয়িং উড়োজাহাজের ডানার ওপর যাত্রীরা আটকে আছেন, কিছু যাত্রী ব্যাগ ধরে আছেন। ভিডিওতে আরো দেখা যাচ্ছে, উড়োজাহাজের ডান ইঞ্জিনের নিচে আগুন জ্বলছে। এ ছাড়া বিশাল কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে।

উত্তর আমেরিকায় সাম্প্রতিক কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, এর ফলে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে অনেকে। এর আগে, ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। মার্কিন রাজধানী শহরে এই দুর্ঘটনার ফলে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী এবং তাদের কাজের চাপ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া আরো কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি খরচ সাশ্রয় প্রচেষ্টার অংশ হিসেবে শত শত এফএএ প্রবেশনারি কর্মীকে বরখাস্ত করেছে। মারাত্মক এই দুর্ঘটনার কয়েক সপ্তাহ পরেই তাদের ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা এফএএ কর্মীদের মধ্যে রয়েছেন রক্ষণাবেক্ষণকারী মেকানিক এবং কারিগরি সহকারীরাও অন্তর্ভুক্ত ছিল।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব Mar 14, 2025
img
ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন এমবাপ্পে Mar 14, 2025
img
ময়মনসিংহে ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড় Mar 14, 2025
img
সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : প্রধান উপদেষ্টা Mar 14, 2025
img
আইপিএলের জন্য সব দেশের উচিত ক্রিকেটার না ছাড়া : ইনজামাম Mar 14, 2025
img
মাগুরায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা Mar 14, 2025
img
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১ Mar 14, 2025
img
আরও ভয়ংকর রূপে আসছেন ‘অ্যালেন স্বপন’ Mar 14, 2025
img
ধর্ম পরিবর্তন করার জন্য হিন্দু ক্রিকেটারকে চাপ দিতেন আফ্রিদি! Mar 14, 2025
img
মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম কাটতে তদবির, ব্যবসায়ী গ্রেফতার Mar 14, 2025