আইফা’তে মনোনয়ন পাননি সোনু নিগম, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন গায়ক

গত ৮ এবং ৯ মার্চ রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছে এবারের ২৫তম আইফা অ্যাওয়ার্ডের আসর। অনুষ্ঠানে ডাক পাননি ভারতীয় জনপ্রিয় গায়ক সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

আইফা পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পাননি সোনু নিগম। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির ‘মেরে ঢোলনা’ গানের জন্য গোটা বছর চর্চার শিরোনামে থেকেছেন সোনু। শ্রোতা-অনুরাগীরাদের তরফেও প্রশংসা কুড়িয়েছেন বিস্তর। কিন্তু সেই গান সুপারহিট হওয়া সত্ত্বেও আইফার মতো মঞ্চে তাঁর নাম নেই! কেন? সেই অভিযোগ তুলেই বিস্ফোরক সোনু নিগম। তিরস্কার করতে ছাড়লেন না রাজস্থান সরকারকেও। যেহেতু, এবারের আইফার ভেন্যু ছিল জয়পুর। সোশাল মিডিয়ায় আইফা প্লেব্যাক গায়কদের মনোনয়ন তালিকা শেয়ার করে সোনু নিগম লিখেছেন, ‘ধন্যবাদ আইফা। হাজার হোক, তোমাদের তো রাজস্থান সরকারের কাছে জবাবদিহি করতে হবে।’

উল্লেখ্য, এবারের মনোনয়ন তালিকায় ছিলেন মিত্রাজ (আঁখিয়া গুলাব), অরিজিৎ সিং (সজনি), করণ আজুলা (তউবা তউবা), বাদশা (নয়না), জুবিন নটিয়াল (দুয়া), দিলজিৎ দোসাঞ্ঝও। কিন্তু সোনু নিগমের নাম নেই। সকলকে টেক্কা দিয়ে এবছরের সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতে নিয়েছেন জুবিন নটিয়াল। সেই প্রেক্ষিতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনু। কিন্তপ রাজস্থান সরকারকে কেন টানলেন? কৌতূহল অস্বাভাবিক নয়!

গত ডিসেম্বর মাসে সোনু নিগম ‘রাইজিং রাজস্থান’ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন। সেখানেই গোল বাঁধে! সোনুর গান গাওয়ার মাঝেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং প্রশাসনিক স্তরের একাধিক ব্যক্তি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। আর তাতেই অপমানিত বোধ করেন সোনু নিগম। দিন কয়েক বাদে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করে তিনি বলেছিলেন, “আপনারাই যদি শিল্পীদের যদি সম্মান করতে না পারেন, তাহলে আমজনতা কী করবে? যদি শো ছেড়ে বেরিয়ে যাওয়ারই হয়, তাহলে আসবেন না। নইলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বেরিয়ে যাবেন। শিল্পী গান গাওয়ার মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়া খুবই অসম্মানজনক। এটা মা সরস্বতীর অপমান।” জয়পুরে আয়োজিত আইফাতে মনোনয়ন না পেয়ে এবার সেই প্রসঙ্গ টেনেই রাজস্থান সরকারকেও বিঁধলেন সোনু নিগম।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব Mar 14, 2025
img
ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন এমবাপ্পে Mar 14, 2025
img
ময়মনসিংহে ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড় Mar 14, 2025
img
সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : প্রধান উপদেষ্টা Mar 14, 2025
img
আইপিএলের জন্য সব দেশের উচিত ক্রিকেটার না ছাড়া : ইনজামাম Mar 14, 2025
img
মাগুরায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা Mar 14, 2025
img
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১ Mar 14, 2025
img
আরও ভয়ংকর রূপে আসছেন ‘অ্যালেন স্বপন’ Mar 14, 2025
img
ধর্ম পরিবর্তন করার জন্য হিন্দু ক্রিকেটারকে চাপ দিতেন আফ্রিদি! Mar 14, 2025
img
মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম কাটতে তদবির, ব্যবসায়ী গ্রেফতার Mar 14, 2025