বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ফের আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি।
গোবিন্দা বলেন, একটা সময়ে লাগাতার আমাকে মানহানির মুখে পড়তে হয়েছে। আর সেটা পূর্ব পরিকল্পিতই ছিল। ওঁরা আমাকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তখন বুঝলাম যে, আমি ইন্ডাস্ট্রির এক অশিক্ষিত বহিরাগত হয়ে বলিউডের শিক্ষিত লোকদের বলয়ে ঢুকে পড়েছি। তাই ওঁরা আমাকে নিয়ে খেলছে। বলিপাড়ার ‘চিচি’র নিশানায় কে? কৌতূহল হওয়া অস্বাভাবিক নয়! যে অভিনেতা একসময়ে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যাঁর সাবলীল অভিনয়, নাচের স্টাইল থেকে সংলাপ বলার ধরন, অনুরাগীদের কাছে বহুল প্রশংসিত। আজও। সেই ‘হিরো নং ১’-এর বিরুদ্ধে যড়যন্ত্র করল কারা?
গোবিন্দার মন্তব্য, আমি ওদের নাম বলতে পারব না। কারণ আমি এখনও এই ইন্ডাস্ট্রির অংশ। এবং লড়ে যাচ্ছি।
সেই সাক্ষাৎকারেই গোবিন্দা জানালেন, এমনও দিন গিয়েছে যখন ১০০ কোটি বিগ বাজেটের সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। শুধুমাত্র চিত্রনাট্য পড়ে একাত্ম হতে পারেনননি বলে।
গোবিন্দার আরও জানান, আমার কাজ না পাওয়া নিয়ে যখন সমালোচনা চলছে, সেইসময়েও আমি একশো কোটি অঙ্কের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। যার ফলে আয়নার নিজের মুখ দেখে চড় মারতেও ইচ্ছে হয়েছিল। নিজেই নিজেকে বলেছিলাম- তুমি পাগল হয়ে গিয়েছ। মোটা অঙ্কের প্রস্তাব না ফিরিয়ে লুফে নিতে পারতে। সেরকম চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেগুলো এখন দর্শকরা বেশ পছন্দ করছেন।
আরএইচ/টিএ