আরও ভয়ংকর রূপে আসছেন ‘অ্যালেন স্বপন’

‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’—এই সংলাপ দিয়ে শেষ হয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটি রহস্যপূর্ণভাবে শেষ হয়েছিল, যেখানে স্বপন এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, যার মুখ ঢাকা ছিল। কে সেই মুখ ঢাকা ব্যক্তি? কেন স্বপনকে খুঁজছিলেন তিনি? এই সব প্রশ্নই রহস্যের মেঘ হিসেবে ছিল সিরিজটির শেষ দৃশ্যে। এবার সেই রহস্যের জট খুলে আসছে আরও ভয়ংকর রূপে ‘অ্যালেন স্বপন’।

চলে এসেছে মাইশেলফ অ্যালেন স্বপন ২’– এর ঘোষণা। ১৪ মার্চ দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন–২ মুক্তির বিষয়ি নিশ্চিত করা হয়েছে। ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি।

ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, আমার চারশো কোটি টাকা কোথায়? এর পরেই মুখ খোলেন অ্যালেন স্বপন, বলেন, আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’। সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত পরিমাণ টাকা কার এবং এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয় গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তার ভাষ্য, অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটির নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।

চরকি অরিজিনাল সিরিজ সিন্ডিকেট’–এর একদম শেষভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় দেশের প্রথম স্পিনঅফ সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনটি।

নির্মাতা শিহাব শাহীন বলেন, মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেককিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবেন না। খুবই প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একইসঙ্গে আনন্দদায়ক।

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে। আছেন নতুন অভিনয়শিল্পীও। তাদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন।


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
লিবিয়া দিয়ে বাংলাদেশিদের ইউরোপে প্রবেশ চেষ্টা বেড়েছে Mar 15, 2025
img
আসলেই কি ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে কোন মন্তব্য করেছেন ? Mar 15, 2025
img
রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে রোমাঞ্চিত আর্তেতা, তবে সব মনোযোগ চেলসি ম্যাচে Mar 15, 2025
img
“এসব শুনে অভ্যস্ত” — কাপেলোর সমালোচনায় গুয়ার্দিওলার জবাব Mar 14, 2025
img
‘শূন‍্য থেকে শুরু করতে’ কোর্তোয়াকে ফেরালেন বেলজিয়াম কোচ Mar 14, 2025
img
ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে নীরব প্রতিবাদ Mar 14, 2025
img
পড়তে বসলেই ঘুম? সমাধান জেনে নিন Mar 14, 2025
img
রাজনীতিবিদ-সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা-বোঝাপড়া থাকলে সমাজ এগিয়ে যায়: জামায়াত আমির Mar 14, 2025
img
শিশুদের রোজা রাখার অভ্যাস গড়ে তোলার উপায় Mar 14, 2025
img
ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে শনিবার Mar 14, 2025