নির্বাচিত শাসনে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে: প্রিন্স

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নির্বাচিত শাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করে শান্তি, স্বস্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বলে জানান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এটাই আমাদের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্রে নাগরিকদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু জনগণ ও এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ‍্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ একটি রেস্তোরাঁয় হালুয়াঘাট ইয়ুথ ফোরাম আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আধুনিক, স্বনির্ভর ও গতিশীল রাষ্ট্র হবে জানিয়ে প্রিন্স আরও বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন,গণতন্ত্র, মানবিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়নের শিকড়ে নিয়ে যাওয়া সম্ভব।

এ সময় দেশের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, হালুয়াঘাট হচ্ছে আলোর নিচে অন্ধকার। অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে এবং শান্তি ও সম্প্রীতির এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এই অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে সকলকে সামিল হতে হবে। এলাকার উন্নয়নে শিক্ষার সাথে সাথে মানবিক, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য লালন করে একটি আদর্শ এলাকা হিসাবে গড়ে তুলতে হবে।

বতর্মানে বেকারত্ব সামস‍্যায় হালুয়াঘাট অবহেলিত হওয়ার মূল কারণ উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, এতদিন হালুয়াঘাটে কোনো ধরনের শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। তবে আগামী দিনে জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে হলুয়াঘাটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার তরুণ সমাজকে এলাকা থেকেই কর্মসংস্থানের মধ্য দিয়ে হতাশা ও অবক্ষয় থেকে তুলে আনতে হবে।

সভায় হালুয়াঘাট ইয়ুথ ফোরামের সভাপতি মোস্তফা শামস ইবনে হাবিব বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকারম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ডা. মির্জা মানজুরুল হক, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, ডা. আমিনুল ইসলাম, আবু হাসনাত বদরুল কবীর, কাজী ফরিদ আহমেদ পলাশ, ডা. ফয়সাল শাহ ইমন, অধ্যক্ষ এখলাস উদ্দিন প্রমুখ।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আটক মাদ্রাসা শিক্ষক Mar 15, 2025
img
বেশি ভাড়া দাবি করায় সমন্বয়কের হাতে বেধড়ক পিটুনি খেলেন সিএনজি চালক Mar 15, 2025
img
ডিম কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ১০ বছরের শিশু Mar 15, 2025
img
চাঁদা না দেওয়ায় কুপিয়ে আহত করলেন ব্যবসায়ীকে যুবদল নেতা Mar 15, 2025
img
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান Mar 15, 2025
img
লিবিয়া দিয়ে বাংলাদেশিদের ইউরোপে প্রবেশ চেষ্টা বেড়েছে Mar 15, 2025
img
আসলেই কি ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে কোন মন্তব্য করেছেন ? Mar 15, 2025
img
রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে রোমাঞ্চিত আর্তেতা, তবে সব মনোযোগ চেলসি ম্যাচে Mar 15, 2025
img
“এসব শুনে অভ্যস্ত” — কাপেলোর সমালোচনায় গুয়ার্দিওলার জবাব Mar 14, 2025
img
‘শূন‍্য থেকে শুরু করতে’ কোর্তোয়াকে ফেরালেন বেলজিয়াম কোচ Mar 14, 2025