গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেয়াল কেটে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চোরের দল পালিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডে হাজী মার্কেটের “অলঙ্কার জুয়েলার্স” নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক কার্তিক চন্দ্র সরকার জানান, পাশের একটি লাইব্রেরির ভেতর দিয়ে চোরেরা তার দোকানের দেয়াল কেটে ঢুকে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা নিয়ে যায়।
শনিবার সকালে দোকান খুলে দেয়ালের ক্ষত চিহ্ন ও স্বর্ণালঙ্কার না দেখে চিৎকার করে ওঠেন তিনি। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
কার্তিক চন্দ্র সরকারের দাবি, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় এক কোটি টাকা।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই লাইব্রেরির তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে।
এসএস