মুখ খুললে নাসির-ইলিয়াসদের ঘরে আগুন জ্বলবে : সুবাহ

শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী ও গায়িকা হুমায়রা সুবাহ অভিনয়ের পাশাপাশি গান নিয়েও মাঝেমধ্যে ব্যস্ত থাকেন। তবে দীর্ঘদিন ধরে মিডিয়ায় সক্রিয় থাকলেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।

তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হয়। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় আসেন তিনি, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়। এরপর গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুবাহ, কিন্তু মাত্র এক মাসের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। বিচ্ছেদের সময় তিনি ইলিয়াসের বিরুদ্ধে আপত্তিকর ছবি ভাইরাল করার মতো গুরুতর অভিযোগ আনেন, যা তাকে আবারও শোবিজের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

এসব ঘটনা সুবাহর পুরোনো অতীত হলেও এখনও প্রাক্তনদের নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে প্রাক্তনদের নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।

সুবাহর কথায়, ‘আমি আপাতত প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সিংগেল। আবার তাদের কিন্তু বাচ্চা-কাচ্চাও হয়ে গেছে, ম্যারিড লাইফ তাদের। দেখেন আমি যদি এবার তাদের নিয়ে কিছু বলি, টুইস্ট করার জন্য, তাহলে সংসারে আগুন লাগবে। আর আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না। তারা ভালো থাকুক।’


এসএস/টিএ

Share this news on: