টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র

ভয়ংকর টর্নেডো এবং শক্তিশালী ঝড়ের আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শুক্রবার রাত এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪০টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, টর্নেডোর আঘাতে মিসৌরি অঙ্গরাজ্যে ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া কানসাসে ধূলিঝড়ের কারণে ৫৫টিরও বেশি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে কমপক্ষে আটজন মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমের সংবাদে দেখা গেছে, বাড়িগুলোর ছাদ ভেঙে পড়েছে এবং বড় বড় ট্রাকগুলো উল্টে পড়ে আছে। আরেকটি ছবিতে দেখা গেছে, ঝড়ের কারণে ধ্বংসপ্রাপ্ত একটি মেরিনায় নৌকাগুলোর একটির ওপরে আরেকটি স্তূপীকৃত হয়ে আছে। যদিও ভয়ংকর ঝড়ের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সেই মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশে আছড়ে পড়ে টর্নেডো।

ট্র্যাকার পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ ৭টি রাজ্যে ২ লাখ ৯০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। একইসঙ্গে আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে।

টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরির স্থানীয়রা ‘অপূরণীয় ক্ষয়ক্ষতির’ কথা জানিয়েছেন। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি স্থানীয়দের ‘প্রস্তুত থাকতে’ নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা যায়।

সিবিএস নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুই অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, অল্প সময়ে অসংখ্য টর্নেডো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে কিছু দীর্ঘমেয়াদি এবং সম্ভাব্য হিংসাত্মক হতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে।

উল্লেখ্য, অনন্য ভৌগোলিক এবং আবহাওয়াগত অবস্থার কারণে মধ্য ও দক্ষিণ আমেরিকার রাজ্য টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসে সবচেয়ে বেশি তীব্র ঝড় দেখা যায়। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো-সংশ্লিষ্ট ঝড়ে ৫৪ জনের মৃত্যু হয়েছিল।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি পালন করতে হবে Mar 17, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ টাকা Mar 17, 2025
img
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ Mar 17, 2025
img
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত যুবক Mar 17, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৬ নেতাকর্মী গ্রেফতার Mar 17, 2025
img
হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা, কারণ জানে না এজেন্সি ও মন্ত্রণালয় Mar 17, 2025
img
গাড়িতে জব্দ সেই ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা Mar 17, 2025
img
‘বিনোদিনী’ চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনা, ক্ষোভ প্রকাশ শুভশ্রীর Mar 17, 2025
img
ঐকমত্য কমিশনের কাছে এনআইডি রাখাসহ একগুচ্ছ প্রস্তাব ইসির Mar 17, 2025
img
‘নারী-শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন দিয়েছে সরকার’ Mar 17, 2025