আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী : আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৬০ বছর পূর্ণ করেছেন। আর নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে বিস্মিত করে দেন আমির খান। তার প্রেমিকার নাম গৌরী স্প্রাট।আমিরের জন্মদিনে এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎসি পরিবার।

আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎসিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কী করেন আমিরের প্রেমিকা?

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমিরের প্রেমিকার নাম গৌরী স্প্রাট। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান।
তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী।প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী। লন্ডন থেকে পড়াশোনা করেছেন। তুতো বোনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের। সেটাও ২৫ বছর আগে।জানা গেছে, গৌরী মুম্বাইয়ে অভিনেতার সঙ্গে একত্রে বাস করছেন।

গৌরীর এক পুত্রসন্তানও রয়েছে বলে জানা গেছে। যার বয়স ছয় বছর। আমির নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরী স্প্রাটের প্রেমে নিমজ্জিত।

শুধু তাই নয়, অভিনেতার কথায়, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।’ আমির বলেছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।’

গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তার পছন্দ। তিনি বলেছেন, ‘একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি। আমি তেমনই একজন।’

পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনাইদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। এই সুপারস্টারের দুই সংসারে তিন ছেলেমেয়ে রয়েছে। যাদের মধ্যে এরই মধ্যে বড় ছেলে জুনাইদ খানের বলিউডে অভিষেক হয়েছে। মেয়ে ইরা খানের বিয়ে হয়েছে গত বছর। এবার আবারও নতুন করে জীবন সাজাতে যাচ্ছেন আমির।


এমআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ১ Mar 17, 2025
img
স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি পালন করতে হবে Mar 17, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ টাকা Mar 17, 2025
img
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ Mar 17, 2025
img
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত যুবক Mar 17, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৬ নেতাকর্মী গ্রেফতার Mar 17, 2025
img
হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা, কারণ জানে না এজেন্সি ও মন্ত্রণালয় Mar 17, 2025
img
গাড়িতে জব্দ সেই ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা Mar 17, 2025
img
‘বিনোদিনী’ চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনা, ক্ষোভ প্রকাশ শুভশ্রীর Mar 17, 2025
img
ঐকমত্য কমিশনের কাছে এনআইডি রাখাসহ একগুচ্ছ প্রস্তাব ইসির Mar 17, 2025