শিক্ষাখাতে সংকট কাটাতে সংস্কারে মনোযোগী সরকার: শিক্ষা উপদেষ্টা

শিক্ষাখাতের সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সুশাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেবে বলে জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নানাভাবে শিক্ষাখাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থা এখন খাদের কিনারায়। এ সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার।

মাদরাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসা শিক্ষার্থীদের সমাজজীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে কোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলো তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাদরাসার অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হাতিরঝিলে সেতুর ওপর দাউ দাউ করে জ্বলছে আগুন Mar 19, 2025
img
চাঁদাবাজি সবাই করে, বিএনপি বড় দল তাই চোখে পড়ে : ভিপি নুর Mar 19, 2025
img
রেমিট্যান্সের নামে বিশাল কর ফাঁকি দেওয়া সেই ব্যবসায়ীর পরিচয় ফাঁস Mar 19, 2025
img
ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর Mar 19, 2025
img
রক্তের বন্ধন ছাড়া প্রবাসীদের ‘প্রক্সি ভোটার’ হতে পারবেন না Mar 19, 2025
img
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন Mar 19, 2025
img
মিলছে না ভারত ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা Mar 19, 2025
img
সালমানকে কেনো প্রত্যাহার করেছিলেন জুহি? Mar 19, 2025
img
‘ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপথে আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ’ Mar 19, 2025
img
ড্যান্সার তামান্না থেকে হয়ে উঠলেন ‘লেডি ডন’ Mar 19, 2025