রাজধানীর হাতিরঝিলে ঝাউগাছে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় মহানগর এলাকার সেতুর ওপর আগুনের এই ঘটনা ঘটে।
এদিকে, আগুনের একটি ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, সেতুর ওপর ঝাউগাছে দাউ দাউ করে জ্বলছে আগুন।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, হাতিরঝিলে ঝাউ গাছে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বড় কোনো আগুন না। তবে বড় কোনো আগুন নয়।
এসএন