ড্যান্সার তামান্না থেকে হয়ে উঠলেন ‘লেডি ডন’

চট্টগ্রামে ছোট সাজ্জাদ নামের কুখ্যাত সন্ত্রাসীর স্ত্রী তামান্না শারমিন । পেশাগত জীবনে তিনি একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। চট্টগ্রাম নগরীর এমইএস কলেজে পড়াশুনার সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়ভাবে তামান্না `লেডি ডন‍` হিসেবে পরিচিত ছিলেন। তার ছেলের মোটর সাইকেল চালানোর ধরন ও কথাবার্তায় কঠোরতার জন্য তিনি এই উপাধি পান।

দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে কাজ করার সময় তামান্নার পরিচয় হয় সাজ্জাদের সঙ্গে। তাদের সম্পর্ক মোবাইল নম্বর আদান-প্রদানের মাধ্যমে শুরু হয় এবং ২০২৪ সালের প্রথম দিকে রাউজানের একটি মসজিদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তামান্নার তৃতীয় ও সাজ্জাদের দ্বিতীয় বিয়ে। বর্তমানে তামান্নার আগের সংসারের একটি সন্তান রয়েছে।

সাজ্জাদকে বিয়ের পর তামান্নার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি কেবল সাজ্জাদের স্ত্রীই হননি, বরং তার অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তামান্নার বিরুদ্ধে একাধিক যুবকের সঙ্গে বিয়ের নামে প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি বিয়ের পর স্বামীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যেতেন। সাজ্জাদও তেমনই একজন ছিলেন।

২০২৪ সালের ২৯ আগস্ট বায়েজিদ বোস্তামী এলাকায় সাজ্জাদ প্রকাশ্যে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি পালিয়ে গিয়ে রাউজান এলাকায় আশ্রয় নেন। সাজ্জাদ গ্রেফতার হওয়ার পর তাকে জামিনে ছাড়িয়ে আনতে তামান্না বিভিন্ন ভয়ঙ্কর হুমকি দেন এবং ফেসবুক লাইভে এসে আইনকে চ্যালেঞ্জ করেন। তিনি প্রকাশ্যে বলেন, ‘আমরা কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে সাজ্জাদকে জামিন করাব।’

তামান্নার এসব কর্মকাণ্ড তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তিনি লাইভে স্বীকার করেন যে, তার স্বামী সাজ্জাদ একজন সন্ত্রাসী। এছাড়া, যারা সাজ্জাদকে গ্রেফতার করতে সহায়তা করেছে, তাদের দেখে নেওয়ার হুমকিও দেন তিনি।

১২ ডিসেম্বর পুলিশ সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্নাকেও গ্রেফতার করে। পরে ৬ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর তিনি বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামীকে না পেয়ে ওসি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, যার ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

৩০ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সাজ্জাদের গ্রেফতারে পুরস্কার ঘোষণা করেন। তার আগের দিন সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হুমকি দেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে সিএমপির মুনসুরাবাদ ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, এখনো সাজ্জাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী তামান্নাকেও শিগগিরই পুনরায় গ্রেফতার করা হবে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইপিএলের উদ্বোধনীতে তারা থাকছেন মাঠে Mar 19, 2025
img
নেইমারের বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ Mar 19, 2025
img
জি এম কাদেরের ইফতার মাহফিলে হট্টগোল-মারধর Mar 19, 2025
img
হোলি উদযাপন করে পাকিস্তানিদের রোষানলে হানিয়া আমির Mar 19, 2025
img
নওগাঁর নারীদের টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে, আসছে কোটি কোটি টাকা Mar 19, 2025
img
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান Mar 19, 2025
img
৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল Mar 19, 2025
img
‘পুরুষতান্ত্রিক সমাজ’কে শুভশ্রীর বার্তা Mar 19, 2025
img
আগামী বাজেটের আকার অহেতুক বড় করবো না : অর্থ উপদেষ্টা Mar 19, 2025
img
ডিভোর্সের জন্য ধনশ্রীকে কত টাকা ভরনপোষণ দিতে হবে চাহালের? Mar 19, 2025