ঢাকায় ভারতীয় সিনেমার ১১১ বছর উদযাপন

ভারতীয় সিনেমার গৌরবময় ১১১ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে আজ বুধবার (১৯ মার্চ) এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যার ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং আসন্ন ‘ওয়েভস-২০২৫’ সামিটের সফট লঞ্চ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা’ নামের একটি বিশেষ প্রদর্শনী, যেখানে ভারতীয় চলচ্চিত্রের দীর্ঘ পথচলার নানান দিক তুলে ধরা হয়। এছাড়া, ভারতীয় অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’ প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে ভারতের আসন্ন বিশ্ব অডিওভিজুয়াল ও বিনোদন সম্মেলন ‘ওয়েভস-২০২৫’-এর সফট লঞ্চ ঘোষণা করা হয়। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আগামী এক থেকে ৪ মে পর্যন্ত চলা সম্মেলনে বিশ্বের মিডিয়া ও বিনোদন শিল্পের শীর্ষ ব্যক্তিত্বদের একত্রিত করবে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘ওয়েভস এমন একটি প্ল্যাটফর্ম, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারতসহ বৈশ্বিক বিনোদন শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করবে।’
 
এই আয়োজন দুই দেশের সাংস্কৃতিক ও বিনোদন জগতের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করছেন আয়োজকরা।

এমআর

Share this news on: