আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন । এবার আলবিসেলেস্তেরা শঙ্কায় আছে আরেক তারকার ছিটকে যাওয়া নিয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে ২২ মার্চ উরুগুয়ের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। তবে মাংসপেশিতে অস্বস্তির কারণে এ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন লাউতারো মার্টিনেজ।
বুধবার (১৯ মার্চ) দলের অনুশীলন শেষে লাউতারোর মাংসপেশির অস্বস্তির বিষয়ে নিশ্চিত হন কোচিং স্টাফরা। আপাতত তিনি আছেন পর্যবেক্ষণ।
লাউতারো অবশ্য অস্বস্তি নিয়ে এসেছিলেন ক্লাব থেকেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফেইনুর্দের বিপক্ষে মাঠেও নামেননি ইন্টার মিলানের এ স্ট্রাইকার। তিনি থেকেছেন বিশ্রামে। এরপর অবশ্য লিগ ম্যাচে দিন দুয়েক আগে খেলেছিলেন আতালান্তার বিপক্ষে। ২-০ গোলে জয়ের ম্যাচে করেছিলেন গোলও। ওই ম্যাচ খেলার পরই ফের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করছেন লাউতারো। যার কারণে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পথে তিনি।
ইজুরিতে লিওনেল মেসি ছিটকে যাওয়ায় আর্জেন্টিনার আক্রমণভাগের বড় দায়িত্ব ছিল লাউতারোর কাঁধে। কিন্তু বউরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সম্ভবত তার সার্ভিস পাওয়া হচ্ছে না লিওনেল স্ক্যালোনির।
যদিও আশা করছে, উরুগুয়ের বিপক্ষে খেলা না হলেও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ফিট হয়ে ফিরবেন তিনি। যার কারণে তার বিকল্প নিয়ে ভাবছে না আর্জেন্টিনা।
আরএ/টিএ