সালমানের 'সিকান্দার' সানি দেওল এর জাট, কে কাঁপাবে বক্স অফিস?

বলিউড বর্ষীয়ান অভিনেতাদের তালিকায় রয়েছে সানি দেওলের নাম। বিগত ৪ দশক ধরে ধারাবাহিক ভাবে ফিল্মি দুনিয়ায় কাজ করে চলেছেন তিনি। যদিও তাঁর ফিল্মি কেরিয়ারে প্রচুর উত্থান-পতন এসেছিল। ২০০১ সালে সানি দেওলের ‘গদর’ বক্স অফিসে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছে। কিন্তু ওই ছবির পরেই তাঁর কেরিয়ারের পতন শুরু হয়।

আসলে ‘গদর’ ছবির পর থেকে অভিনেতার একের পর এক ছবি বক্স অফিসে ফ্লপ হতে থাকে। এদিকে ২০২৩ সালে সানি দেওল এমন একটি ছবি করেন, যা বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। আর সেই ছবিটি তাঁর হারানো স্টারডম ফিরিয়ে দিয়েছিল। আর সেই ছবিটির নাম হল ‘গদর ২’। আর ২০২৩ সালে এই ছবিটি বক্স অফিসকে তোলপাড় করে দিয়েছিল। বলে রাখা ভাল যে, গোটা বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি টাকারও বেশি আয় করেছিল ‘গদর ২’।

দর্শকরা এই ছবিটিকে প্রচুর ভালবাসা দিয়েছিল। এর প্রায় বছর দুয়েক পরে আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন সানি। তাঁর আসন্ন ছবিটির নাম ‘জাট’। এই ছবি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তর চর্চা। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে, সলমন খানের আসন্ন ছবি ‘সিকন্দর’ বড়সড় ক্ষতির মুখ দেখতে চলেছে। আগামী ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’। অন্যদিকে সানি দেওলের ‘জাত’ মুক্তি পাচ্ছে আগামী ১০ এপ্রিল। এই পরিস্থিতিতে ‘সিকন্দর’ বক্স অফিসে আগামী ৯ এপ্রিল পর্যন্ত প্রচুর টাকা আয় করতে পারে।

কারণ এর পরে আগামী ১০ এপ্রিল সিকন্দর-এর সেই একচ্ছত্র আধিপত্য ভাঙতে আসছে সানি দেওলের ‘জাট’। মুক্তির পর বক্স অফিসে রীতিমতো রাজত্ব করতে চলেছে এই ছবি। এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। বলে রাখা ভাল যে, এই ছবির জন্য কঠোর পরিশ্রম করেছেন সানি দেওল। আর ৬৭ বছর বয়সে অ্যাকশন ফিল্মে অভিনয় করা কিন্তু কোনও অভিনেতার পক্ষেই সহজ নয়। আর এই ছবির ট্রেলারে যে ধরনের দৃশ্য দেখানো হয়েছে, তাতে মনে হচ্ছে, সানির ভক্তরা প্রচুর ভালবাসায় ভরিয়ে দেবেন এই ছবিকে।

প্রসঙ্গত, ‘জাট’ হল অ্যাকশন থ্রিলার ছবি। এর গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন গোপীনাথ মালিনেনি। প্রযোজনা করেছে মাইথ্রি মুভি মেকার্স এবং পিওপল মিডিয়া ফ্যাক্টরি। এই ছবিতে থাকছেন সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, সৈয়ামি খের এবং রেগিনা ক্যাসান্দ্রা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস।

এমআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে প্রাণ হারাল ২০০ শিশু Mar 21, 2025
img
মোদির ২৫৮ কোটি টাকার বিদেশ সফর Mar 21, 2025
img
আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে : হাসনাত Mar 21, 2025
img
পাবনায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ Mar 21, 2025
img
নেতানিয়াহু’র বিরুদ্ধে খোদ ইসরাইলিদের বিক্ষোভ Mar 21, 2025
img
ঢাবিতে মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ Mar 21, 2025
img
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যে শর্ত দিলেন সাবেক শিবির নেতা Mar 21, 2025
img
শুটিংয়ের ফাঁকে ইন্দ্রনীলের সাথে প্রেম, যা জানালেন ইশা Mar 21, 2025
img
‘এক, দো, তিন’ রিমেকে রাশা থাদানিকে দেখতে চান মাধুরী দীক্ষিত Mar 21, 2025
img
বিটিভিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির প্রমাণ Mar 21, 2025