এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: এমএ মালেক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

বুধবার (১৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এমএ মালেক বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরের সপ্তাহে না হলেও তার পরের সপ্তাহে বা ১৫ এপ্রিল বা তার দুই-একদিন আগে পরে দেশে যাবেন। ওনার ডাক্তাররাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। সেই ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-একদিন এদিক-সেদিক হতে পারে। বেগম খালেদা জিয়া দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। চিকিৎসকরাও তার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের লিডারের (তারেক রহমান) দেশে যাওয়ার সময়ের বিষয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন। দুই জন একসঙ্গে অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।’

লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ।

আরএইচ/টিএ

Share this news on: