নতুন করে জ্বর আসেনি পোপ ফ্রান্সিসের। সুস্থ হচ্ছেন তিনি। প্রতিদিনই তার ফিজিওথেরাপি করা হচ্ছে বলে ভ্যাটিকান জানিয়েছে। পোপ ফ্রান্সিসকে মাঝে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল।
বুধবার (১৯ মার্চ) তা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পোপ এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ বলে জানিয়েছেন তারা।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই আর্জেন্টাইন ধর্মগুরুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোমেরই একটি হাসপাতালে ব্যাপক শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি।
৮৮ বছরের পোপের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল হাসপাতালে। তাকে চিকিৎসকেরা ভেন্টিলেটর সাপোর্টে রাখেন। বুধবার তা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এখনো তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
পাইপের সাহায্যে তার নাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার আর জ্বরও আসেনি। যেটি একটি ভালো দিক।
চিকিৎসকদের মতে, পোপের ক্রমশ শারীরিক উন্নতি হচ্ছে। এমন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যবে।
তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।
পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, তা দেখেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছেন। হাসাপাতালে বসেও অল্প অল্প করে কাজ করছেন পোপ। তার ভক্তরা হাসপাতালে গিয়েই প্রার্থনার আয়োজন করছেন।
আরএ/টিএ