৩০০ রানও হতে পারে এবারের আইপিএলে : গিল

আইপিএলে এখন ২০০ বা তার বেশি রান করা বেশ স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। এমনকি গত বছর ২৫০ রানের লক্ষ্যও তাড়া করতে দেখা গেছে দলগুলোকে। সানরাইজার্স হায়দ্রাবাদ তো প্রায় ৩০০ রানের কাছাকাছি পৌঁছেছিল। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল মনে করছেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এবং খেলোয়াড়দের উন্নত পারফরম্যান্সের কারণে এবারের আসরে ৩০০ রানের ইনিংসও দেখা যেতে পারে।

জিওস্টারের সঙ্গে এক আলোচনায় গিল বলেন, “খেলার গতি এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে মনে হচ্ছে কোনো ম্যাচে হয়তো ৩০০ রানও উঠবে।” তিনি আরও যোগ করেন, “ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি খেলায় বাড়তি উত্তেজনা এনেছে এবং আইপিএলকে আরও আকর্ষণীয় করেছে। প্রতিদিন নতুন কোনো খেলোয়াড় তারকা হয়ে উঠছে—এটাই আইপিএলের বিশেষত্ব।”

২০২৪ আইপিএল আসরে ব্যাটিং পারফরম্যান্সের নতুন সব রেকর্ড গড়েছে দলগুলো। পাঞ্জাব কিংস ২৬২ রান তাড়া করে জয় পায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, আর সানরাইজার্স হায়দ্রাবাদ ২৮৭/৩ করে গড়ে নতুন ইতিহাস।

গুজরাট টাইটান্সের গত মৌসুম ভালো কাটেনি। তবে এবার তারা রান বন্যার স্রোতে নিজেদের ঘুরে দাঁড় করাতে চায়। গিল জানান, “আমাদের লক্ষ্য যতটা সম্ভব রান তোলা এবং কম উইকেট হারানো। গত মৌসুমে পাওয়ারপ্লে কিংবা পরের অংশে আমরা ঠিকভাবে খেলতে পারিনি, যার কারণে কোয়ালিফাইও করতে পারিনি।”


এসএস/এসএন

Share this news on: