রংপুরে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্যঋণ দেখিয়ে এক কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালে পীরগাছা শাখায় শস্যঋণ প্রদানের নামে ১৬৮ জন কৃষকের নাম ব্যবহার করে ভুয়া ঋণ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। এ ঘটনায় দুদক আইনে শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি ওই ব্যাংকের পীরগাছা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে দুদকের আইনজীবী হারুন অর রশীদ জানান, আসামি ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্যঋণ বিতরণ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসএস/এসএন