সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে তোলপাড় ছিল সারা বি-টাউন। । তিন দিনের মাথায় মুম্বাই পুলিশের কাছে ধরাও পড়েন ঘটনার অভিযুক্ত শরিফুল ইসলাম। এবার সেই যুবককে নাকি সাইফপুত্র ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ‘নাদানিয়া’ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
সেই শরিফুলের বিরুদ্ধে এখনও তদন্ত চলমান। শোনা যাচ্ছে, তাকে নাকি এবার শাস্তিস্বরূপ ইব্রাহিমের ছবি দেখতে বলা হয়েছে!
বিষয়টি খোলাসা করে বললে, সম্প্রতি এক কৌতুকশিল্পী প্রণীত মোরে ইব্রাহিমের ছবি ‘নাদানিয়া’ ছবির সমালোচনা করতে গিয়ে এমনই খোঁচা দিয়েছেন। সেই বক্তব্যে ইব্রাহিম ও খুশি কাপুরের অভিনয় নিয়েও ব্যাপক সমালোচনা করেন।
এ সময় সেই কৌতুকশিল্পী খোঁচা দিয়ে বলেছেন, ‘খুশি কাপুর তো অন্য মাত্রায় চলছেন। খুশির আগের ছবিটি ছিল আমির খানের পুত্র জুনেইদ খানের সঙ্গে। ওই ছবিতে জুনেইদের ভাবমূর্তিটাও খারাপ করে দিলেন। এই ছবিটা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে করলেন, এবার তারও ভাবমূর্তি খারাপ হয়ে গেল।’
এরপর সাইফের হামলাকারী প্রসঙ্গ টেনে প্রণীত বোঝাতে চাইলেন, তাদের এত খারাপ অভিনয় সাইফকাণ্ডের দুষ্কৃতিকে দেখানো উচিত। সেই কৌতুকশিল্পীর কথায়, ‘যেমন ধরো সাইফকাণ্ডের দুষ্কৃতিকে বিচারক বলেছেন, “তোমাকে ফাঁসি দেব না। কিন্তু তোমাকে নাদানিয়া ছবিটি দুবার দেখতে হবে”। ওই বেচারাও চিৎকার করে বলেছে, “তার চেয়ে আমার গলাটা কেটে দাও”।’
‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিম ও খুশি ছাড়াও অভিনয় করেছেন দিয়া মির্জ়া, মহিমা চৌধুরী, সুনীল শেট্টি, যুগল হংসরাজ।
এমআর/এসএন